স্টোর পলিসি

নিচের শর্তাবলী ও নীতিমালা pearlpoise.com ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়কারী ও ক্রয় করতে ইচ্ছুক সকল ক্রেতাগণের জন্য প্রযোজ্য এবং এই  নীতিমালার সাথে একমত পোষণ করা সকলের জন্য আবশ্যকীয়

প্রদত্ত পরিষেবার ধরন প্রসংঙ্গে

pearlpoise.com একটি প্রচলিত ধারার ই-কমার্স ওয়েবসাইট। এখানে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য সামগ্রী  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত “ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা“ অনুযায়ী ক্রেতাসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়ে থাকে। ক্রেতাগণ প্রদর্শিত পণ্যসমূহ থেকে কাংখিত পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যের বিনিময়ে ক্রয় করতে পারবেন। ক্রয়ের পূর্বে সকল ক্রেতাসাধারণ পণ্যটির স্বরুপ ও গুণাগুণ যাচাই ও এই নীতিমালার সকল ধারা সম্বন্ধে অবগত হয়ে পণ্যটি ক্রয় করবেন। পণ্য ক্রয়ের পরবর্তী সময় ক্রেতাসাধারণ এই নীতিমালার কোনো ধারা’র সাথে দ্বিমত পোষণ করলে কোনক্রমেই তা গ্রহণযোগ্য হবে না।

নীতিমালার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ক্রয়-বিক্রয়ের সময় ও পরবর্তীতে যেন ক্রেতা ও বিক্রেতাগণের মধ্যে কোনো ধরনের অনাকাংখিত ঘটনার উদ্ভব না হয়।
  • ক্রেতাগণ যেন ক্রয়ের পূর্বেই ক্রয়/বিক্রয়ের নিয়ম-নীতি সম্বন্ধে অবহিত হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
  • কোনো নিয়মের লংঘন হলে ক্রেতাগণ যেন সহজেই প্রতিকার পেতে পারেন। এবং
  • ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ -টার্মস নং ৩.১.২ এর বাস্তবায়ন।

বিষয়ভিত্তিক নীতিমালাসমূহ দেখার জন্য পর্যায়ক্রমে নিচের লিংকগুলো অনুসরণ করুন

উপসংহার

পরিশেষে জ্ঞাতব্য যে,  ক্রেতাগণ pearlpoise.com ওয়েবসাইটে যেকোনো পণ্যের ক্রয়াদেশ (অর্ডার) করার অর্থ এই যে, তিনি এই ওয়েবসাইটের সকল ‘শর্তাবলী ও নীতিমালা’ পড়েছেন ও একমত হয়েছেন বলে পরিগণিত হবে।

কর্তৃপক্ষ
PearlPoise
info@pearlpoise.com
www.pearlpoise.com